অর্ধেক থেকে পরিপূর্ন

তুমি কিছুক্ষনের জন্যই কাছে আছো,

আশাকরি এটা আগে জানতাম।


আমি পাগলের মতো নিজের স্বপ্ন,

সাজাতামই না।


ওর মধ্যে যদি তোমার জন্য,

অনুভূতি এসেও যেত

আমি নিজের মনের কথা,

মুখ দিয়ে বলতামিনা।


এখন যখন দূরেই আছো,

আমার সাথে বেশি কথা বলোনা।

যদি কখনো দেখাও করতে আসো,

বেশিক্ষনের জন্য এসোনা।


কারণ আমি আমাদের সব কথা,

সব সাক্ষাৎকে নতুন নতুন রাখতে চাই।

তোমাকে দূরে দূরে রেখে নিজের থেকে,

তোমার সব চিন্তায় আসতে চাই।


বেশিক্ষনের জন্য যদি আসি,

তবে তোমার জন্য একবারই যথেষ্ট।

যদি কিছু মুহূর্তের জন্য আসি,

তবে সব সাক্ষাৎ অপরিপূর্ণ রয়ে যাবে।


তখনই তো মনের মধ্যে একটি তৃষ্ণা

জেগে উঠবে,

সেই অপরিপূর্ণ টাকে পরিপূর্ণ করবার।


কথা বলা শেষ হয়ে উঠবেনা,

তখনই তো দরকার পড়বে

দুজনের দুজনকে মনে করবার।


আমি গল্পটা শেষ করতে চাইনা,

সেটাকে সেটার গন্তব্যে পৌঁছাতে চাইনা।


যদি গন্তব্যে পৌঁছে যায়,

গল্প তো সেখানেই শেষ।


অপরিপূর্ণ অবস্থাতেই যদি ছেড়েদি,

তবে সম্পর্কের গভীরতা ক্রমশ বাড়তে থাকবে।


তারপর এই পথ আরো বড় হবে,

পূর্ণ করার চিন্তায় সম্পর্ক আরো বেশি দিন টিকবে।


তুমি নতুন থাকবে

আমি নতুন থাকবো,

সব সাক্ষাতের সময় সবকিছুই নতুন নতুন মনে হবে।


জুরবো এমনভাবে আমরা,

যেন মাঝে হওয়া এরও জায়গা না থাকে।

দেখা করবো এমনভাবে আমরা,

যেন মনে হবে প্রথমবার দেখা করছি।


সত্যিকারের ভালোবাসা কোথায় সফল হয়ে ওঠে?


কথায় বলেনা,


"কিছু গল্প অর্ধেক থেকেই পরিপূর্ন হয়।"


                                        ©নিলয় সৌভিক রায়

Comments

Popular posts from this blog

"সিদুরের রাঙায় তোমার প্রেম"

নীল শাড়ির মায়ায় বাঁধা প্রেম

My Love Across the Miles (Sonnet)