ধন্যবাদ
তোমারই জন্য পেয়েছি আমি,
আজ যত প্রশংসা পেয়েছি।
কৃতজ্ঞ আমি, ভাগ্যবান আমি
তোমার প্রেম একতরফা পেলাম যে।
তাইতো আমি নিজেকে চিনতে পারলাম
তোমাকে জিতলামও আমি তোমাকে হারালামও আমি
তাও দেখোনা
কিছুই হারাইনি আমি।
ভালোই করেছ আমাকে তুমি “হ্যাঁ” বলোনি
হয়তো তুমি এটা ভেবে না-ও করোনি।
একটা সময়ে আমি হেরে গেছিলাম,
আবার উঠলাম-ও তোমারই সাহারায়।
কি জানতাম যে তোমাকে না পেলেই
পূরণ হবে আমার সব স্বপ্ন গুলো।
বোকা হয় খুব সেই সব লোকেরা,
যারা আলাদা হয়ে যাওয়ায় আর কাউকে না পাওয়ায়
নিজেকে নষ্ট করে।
চোখ খুলে দেখতে যদি
তাহলে দেখতে পেতে,
সেটা নিজেকে চেনার সব থেকে দামি সময় তুমি ছেড়ে দিচ্ছ।
আমি নিজের ব্যাথাকে শক্তি বানানো শিখলাম,
নিজের কষ্টকে পাগলের মতন কাগজে লিখলাম।
এটারও সুখ্যাতি তোমাকেই দেওয়া উচিত,
ভালো হয়েছিল সেই সময় তুমি আমার মধ্যে ভালকিছু দেখতে পাওনি।
ধন্যবাদ,
ধন্যবাদ আমার জীবনে আসার জন্য,
আমার গল্পে অংশ গ্রহণ করার জন্য।
আমার কবিতার ছন্দ হবার জন্য,
এই কষ্টকে আরো গভীর করার জন্য।
আমার তোমার ওপরে একটুও রাগ নেই,
আজও অনেক ভালোবাসি তোমাকে,
তোমার চিন্তা যদি নাই আসে,
তবে লিখবোটা কি আমি?
এখন আমি খুশি,
যাইহয়ে আছি।
আগে তো কিছুই ছিলামনা,
তোমার থেকেই চলনসই হয়েছি,
আগেই সত্যিই চলতে পারতাম না।
এখন আর অপরিপূর্ণ নেই আমি,
গল্প গুলো সব সঙ্গে আছে আমার।
এটাই তুলবে আমাকে,
এটার কিছু বানাবে আমাকে।
আসা করি মুছেও দেবে অন্ধকার।
সত্যি মন থেকে ধন্যবাদ তোমাকে।
একবার নয় শত-শত বার তোমাকে।
ভালোই হলো যে তুমি,
কখনো দেখোনি আমাকে মন দিয়ে।
কিন্তু এখন অপেক্ষা করবো সেই দিনের,
তোমার বন্ধুদের মধ্যে আমাকে নিয়ে কথা হোক,
আর তুমি ভালোবেসে বলো
আমিতো চিনি একে,
আমিতো চিনি একে।
আজ যত প্রশংসা পেয়েছি।
কৃতজ্ঞ আমি, ভাগ্যবান আমি
তোমার প্রেম একতরফা পেলাম যে।
তাইতো আমি নিজেকে চিনতে পারলাম
তোমাকে জিতলামও আমি তোমাকে হারালামও আমি
তাও দেখোনা
কিছুই হারাইনি আমি।
ভালোই করেছ আমাকে তুমি “হ্যাঁ” বলোনি
হয়তো তুমি এটা ভেবে না-ও করোনি।
একটা সময়ে আমি হেরে গেছিলাম,
আবার উঠলাম-ও তোমারই সাহারায়।
কি জানতাম যে তোমাকে না পেলেই
পূরণ হবে আমার সব স্বপ্ন গুলো।
বোকা হয় খুব সেই সব লোকেরা,
যারা আলাদা হয়ে যাওয়ায় আর কাউকে না পাওয়ায়
নিজেকে নষ্ট করে।
চোখ খুলে দেখতে যদি
তাহলে দেখতে পেতে,
সেটা নিজেকে চেনার সব থেকে দামি সময় তুমি ছেড়ে দিচ্ছ।
আমি নিজের ব্যাথাকে শক্তি বানানো শিখলাম,
নিজের কষ্টকে পাগলের মতন কাগজে লিখলাম।
এটারও সুখ্যাতি তোমাকেই দেওয়া উচিত,
ভালো হয়েছিল সেই সময় তুমি আমার মধ্যে ভালকিছু দেখতে পাওনি।
ধন্যবাদ,
ধন্যবাদ আমার জীবনে আসার জন্য,
আমার গল্পে অংশ গ্রহণ করার জন্য।
আমার কবিতার ছন্দ হবার জন্য,
এই কষ্টকে আরো গভীর করার জন্য।
আমার তোমার ওপরে একটুও রাগ নেই,
আজও অনেক ভালোবাসি তোমাকে,
তোমার চিন্তা যদি নাই আসে,
তবে লিখবোটা কি আমি?
এখন আমি খুশি,
যাইহয়ে আছি।
আগে তো কিছুই ছিলামনা,
তোমার থেকেই চলনসই হয়েছি,
আগেই সত্যিই চলতে পারতাম না।
এখন আর অপরিপূর্ণ নেই আমি,
গল্প গুলো সব সঙ্গে আছে আমার।
এটাই তুলবে আমাকে,
এটার কিছু বানাবে আমাকে।
আসা করি মুছেও দেবে অন্ধকার।
সত্যি মন থেকে ধন্যবাদ তোমাকে।
একবার নয় শত-শত বার তোমাকে।
ভালোই হলো যে তুমি,
কখনো দেখোনি আমাকে মন দিয়ে।
কিন্তু এখন অপেক্ষা করবো সেই দিনের,
তোমার বন্ধুদের মধ্যে আমাকে নিয়ে কথা হোক,
আর তুমি ভালোবেসে বলো
আমিতো চিনি একে,
আমিতো চিনি একে।
©নিলয় সৌভিক রায়
Comments
Post a Comment