তবে বাঙালি তুমি

যদি  2441139 এই নং টি কার জানো,

তবে বাঙালি তুমি।



যদি বৃষ্টি হলেই ভিজতে চাও এবং খিচুড়ি খেতে চাও,

তবে বাঙালি তুমি।



যদি সরস্বতী পুজোর দিনকে তুমি ভ্যালেন্টাইনডে ভাবো এবং ছেলে হলে ধুতি পাঞ্জাবি পর আর মেয়ে হলে শাড়ি,

তবে বাঙালি তুমি।



যদি হোলিকে দোলযাত্রা বলো,

তবে বাঙালি তুমি।



যদি ফুচকার গন্ধ নাকে আসলেই জিভে জল আসে,

তবে বাঙালি তুমি।



যদি SUNDAY SUSPENSE শোনো,

তবে বাঙালি তুমি।



যদি প্রিন্সপঘাট এর জায়গায় বাবুঘাট যাও,

তবে বাঙালি তুমি।



যদি Ola-Uber এর সময় হাতে টানা রিকশায় ওঠো,

তবে বাঙালি তুমি।



যদি কফি হাউস না গিয়ে মাটির ভারে চা পছন্দ করো,

তবে বাঙালি তুমি।



যদি Biscuit কে বিস্কুট বলো তুমি,

তবে বাঙালি তুমি।



যদি ল্যাধ খেতে ভালোবাসো,

তবে বাঙালি তুমি।



যদি কালীপূজায় বাজার না করে দুর্গাপূজায় করো,

তবে বাঙালি তুমি।



যদি সর্ষে ইলিশ, ঝাল দিয়ে মুরগির এবং খাসির মাংস খেতে ভালোবাসো,

তবে বাঙালি তুমি।



যদি ছোটবেলায় স্কুলকে ইস্কুল বলো,

তবে বাঙালি তুমি।



যদি টেনিদা ফেলুদা এগুলো পড়তে ভালোবাসো,

তবে বাঙালি তুমি।



যদি বিভূতিভূষণ পড়তে ভালোবাসো,

তবে বাঙালি তুমি।



যদি মোহনবাগান ভালোবাসো,

তবে বাঙালি তুমি।



যদি মান্না দে এবং রবীন্দ্র সংগীত শুনতে ভালোবাসো,

তবে বাঙালি তুমি।



যদি রসগোল্লা এবং অন্যান্যমিষ্টি খেতে ভালোবাসো,

তবে বাঙালি তুমি।



যদি মহানায়ক বলতে উত্তম এবং মহানায়িকা বলতে সুচিত্রাকে বোঝো,

তবে অবশ্যই কোনো সন্দেহই নেই

বাঙালি তুমি।



© Niloy Shouvic Roy

Comments

Popular posts from this blog

"সিদুরের রাঙায় তোমার প্রেম"

নীল শাড়ির মায়ায় বাঁধা প্রেম

My Love Across the Miles (Sonnet)