সেটা কি প্রেম ছিল?

সেটা কি প্রেম ছিল?

যখন দুর্গাপূজায় আমি প্রথমবার তোমাকে দেখি এবং পুরো হারিয়ে যাই

আমি সুন্দর বসেছিলাম আমার বন্ধুদের সাথে কিন্তু হঠাৎ তোমার দিকে নজর যায় ঠাকুর প্রনাম করার সময়।

সেইদিন এর পর থেকে রোজ রোজ তাড়াতাড়ি করে সারাদিন মন্ডপে বসে থাকা শুধু মাত্র তোমাকে একটিবার দেখবার জন্য

সেটা কি প্রেম ছিল?

একদিন একসাথে "truth and dare" খেলার জন্য হটাৎ তোমার সাথে কথা হওয়ায় খুশির ঠিকানা খুজেঁ পাওয়াযাচ্ছিলনা

সেটা কি প্রেম ছিল?

হঠাৎ একদিন instagram-এ "notification" আসলো যে তুমি আমাকে "follow" করা শুরু করেছো

সেটা দেখে খুশিতে আমি লাফিয়ে উঠি

সেটা কি প্রেম ছিল?

আমি উত্তেজিত তোমাকে যখন ফেসবুকে "friend request" পাঠাই এবং তুমি সঙ্গে সঙ্গেই "accept" করো

তখন আমি আরো বেশি উত্তেজিত হয়ে পরি এবং আমার বুকের ধুকপুকুনিটা আরো জোর হয়ে ওঠে

সেটা কি প্রেম ছিল?

দুর্গাপুজো চলে যাবার পরও তোমার "profile" এ ধুকে সবসময় তোমার ছবি দেখা

"Instagram"-এ তোমার প্রোফাইলে "notification for new post" করে রাখা

পরের বছর আসার পরেও দোলযাত্রাতে তোমার জন্য অপেক্ষা করা তোমাকে প্রথম রং লাগানোর জন্য

এবং তোমার না আসার জন্য কষ্ট পাওয়া

সেটা কি প্রেম ছিল?

আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু,

তোমার কাছে আমার প্রেমের আবেদন দেওয়ার পর তোমার "না" বলাতে খুব কষ্ট পাওয়া

তোমার সাথে যা স্বপ্ন দেখা হয়েছিল সেগুলো সব ভেঙে যাওয়া

রোজ রাতে তোমার "profile check" করে হাসি থেকে কান্নায় পরিবর্তন হওয়া

এবং তোমাকে এটা বলা
"I don't know how to say "I love you". But when you are sad ... I can lend you my shoulder to cry on... And when you feel an urge to be loved, I can hold your hand and pull you towards me and kiss you till the heavens break apart... And that's Same as saying "I love you" ."

সেটা কি প্রেম ছিল?

- হ্যাঁ সেটাই প্রেম ছিল।
©নিলয় সৌভিক রায়

Comments

Popular posts from this blog

"সিদুরের রাঙায় তোমার প্রেম"

নীল শাড়ির মায়ায় বাঁধা প্রেম

My Love Across the Miles (Sonnet)