স্বপ্নের রাজকন্যা
তুমি সেই তাইনা,
যে রোজ আমার স্বপ্নে আসো?
প্রশ্ন শুধু একটাই,
শুধু স্বপ্নেই কেনো আসো?
প্রিয়, স্বপ্নের রাজকন্যা
আমার জন্য তুমি একটু বেশি মূল্যবান।
আমরা সামনাসামনি নই,
কিন্তু স্বপ্নের দ্বারা তো কাছে।
ছবিতে দেখতে থাকি তোমায়,
আর মনে মনে হেসে ফেলি।
আজকাল জানিনা কেনো,
যেই গান গুলো তোমার পছন্দ
সেই গান গুলোই গুনগুন করি।
চেষ্টা আমার চলতেই থাকে যেনো,
কম হলেও কথা চলতে থাকে।
আস্তে আস্তে আমার সব অনুভূতি,
তোমার দিকে প্রকাশ হতে থাকে।
তবে তুমি বুঝবে কবে?
নাকি কোনোদিনও বুঝতে পারবেনা,
আমি কি চলতেই থাকবো,
নাকি থেমে যেতে হবে কোথাও?
আমি ভালোবাসি তোমাকে,
এবার সরাসরি বলেদেবো কি?
প্রথম দেখায় বিশ্বাস নেই,
এবার সামনে আসবো কি?
প্রিয়, স্বপ্নের রাজকন্যা
কিছু বলার ছিল তোমাকে।
খারাপ লাগলে অবহেলা করে দিও,
আর যদি ভালো লাগে তাহলে মনে রেখে দিও।
আমার সব প্রার্থনার,
একমাত্র চেহারা তুমি।
তোমাকে পাওয়া এমন লক্ষ্য,
আমার জন্য তো সোনার গন্তব্যস্থান তুমি।
এবার ইশারা এর কথা তুমি বুঝতে পারোনা,
নাকি তুমি নিজেই বুঝতে চাওনা?
এটা আমার বোঝার বাইরে।
আমার জানা নেই প্রেমের বদলে প্রেম পাওয়ার অনুভূতি কিরকম হয়।
আমিতো একতরফা প্রেমই করেছি,
আমার জন্য তো এটাই প্রেম।
তোমার আওয়াজে যখন নিজের নাম শুনিনা?
তখন মনে হয় আমার নামও এত মধুর হতে পারে?
তুমি যখন ডাকো আমাকে এরম করে "শোনো নিলয় দা"
যদিও আমি "দা" টা শুনতে পাইনা,
আমি ভাবতে থাকি দুনিয়াতে এর থেকেও কি ভালো কিছু হতে পারে?
হতে পারে তোমার প্রশংসা করা তো এখন অভ্যেস হয়ে গেছে।
তুমি আমার হতে ওঠনী,
তবুও আমারই তো তুমি?
প্রিয়, স্বপ্নের রাজকন্যা
কিছু বলার ছিল তোমাকে।
খারাপ লাগলে অবহেলা করে দিও,
আর যদি ভালো লাগে তাহলে মনে রেখে দিও।
তোমার সাথে কথা বলার জন্য,
তুমি জানোইনা যে কত প্রকারের কৌশল ব্যাবহার করি।
অপেক্ষায় থাকি তুমি কোনো "স্টোরি" দাও,
তো ওটার "রিপ্লাই" করে কথা বাড়াতে পারি।
আর তুমি তো সামনে থেকে কোনো চেষ্টাই করোনা,
হয়ত আমার চেষ্টা গুলো তোমার নজরেই আসেনা।
কোনো জোক পাঠালে তোমাকে,
তুমি শুধু "lol" বলেই "রিপ্লাই" দাও।
এবার ওটার আগে আমি আর কি বলবো?
কথা বাড়ানোই কঠিন করে দাও তুমি।
কিন্তু তাও তোমার ওপরে রাগ টা আসেনা,
প্রেম যেমন ছিল, ঠিক সেরকমই আছে।
কখনো অর্ধেক হয়না।
"পরে কথা বলছি"
কিন্তু তোমার দিক থেকে সেই "পরে" আর আসেইনা।
তো পরের দিন আবার কথা আমাকেই শুরু করতে হয়।
কারণ তোমার সাথে কথা বলা ছাড়া, থাকাই যায়না।
প্রিয়, স্বপ্নের রাজকন্যা
কিছু বলার ছিল তোমাকে।
খারাপ লাগলে অবহেলা করে দিও,
আর যদি ভালো লাগে তাহলে মনে রেখে দিও।
©নিলয় সৌভিক রায়
I must not praise you
ReplyDeleteYou're beyond the stage of having it ❤️
Thank you so much ❤️
DeleteBesh laglo pore ❤️:3
ReplyDeleteNiloy da