কখনো দেখা দেবনা তোমাকে
তুমি আজকাল একটুও চিন্তা করোনা?
আমি কেমন আছি?
একটুও মনে পড়েনা?
আমার ভালো লাগেনা এরম ভাবে রোজ রোজ তোমার কথা মনে করতে
তুমি খুশি থাকনা তোমার জীবন নিয়ে শান্তিতে
কিন্তু আমাকে আমার জীবনের স্বাধীনতা দিয়ে
সেই " message seen" করে আমাকে "reply" না দেওয়া
সত্যি অনেক দুঃখ দেয়
আমার খারাপ লাগা উচিতনা
তবুও যখনই তোমাকে অন্য কারোর সাথে দেখি
খারাপতো লাগেই
আমি দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছি
আর এখানে তুমি যে কোনো সারাই দাওনা
আগের মতন ব্যাবহার করোনা
হ্যাঁ অথবা না,
তুমি কোনো উত্তর কেন দাওনা
ফোনে তোমার ছবি দেখে
আমি সময় কাটিয়েদি
তুমি নেই আশেপাশে
তাও আমি পাগলের মতন
তোমার নাম ই ডেকে বেড়াই
ওই গলি দিয়েই সবসময় যাওয়া আসা করি
যেখানে তুমি থাকতে
এই আশায় , যদি কখনো দেখা পায় তোমার
তোমার "number" আমি ফোন থেকে কবে "delete" করে দিয়েছি
কিন্তু মন থেকে মছেইনা
সবাই বোঝায় তোমাকে ছেড়ে জীবনে এগিয়ে যেতে
তোমার সামনে ওদের কথা বেশিক্ষন টিকতেই পারেনা
আমি তোমাকে তোমার সামনে বলতে চাই যে তোমাকে কতটা "miss" করছি
এখন আর থাকতে পারছিনা তোমাকে ছাড়া
তোমাকে বলবো তো কি করে বলবো?
আমার থেকে কোনো ভুল হয়েছিল?
আমি কোনো ভুল কিছু বলেছিলাম?
কিছু তো বলোনা, একসাথে বসে মিটিয়ে নেব ।
এত দূরে যেওনা আমার থেকে
ব্যাথা লাগে অনেক
চলনা ওই সব ভুল গুলোকে ভুলেযাই
আমার সাথে কোনো চমৎকারও তো হয়না
সবাই বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়,
আমার গুলো কেন হয়না?
নতুন কাওকে পেয়েগেছ নাকি?
-ঠিক আছে।
ভালোই হলো আমার মতন না
কারণ তোমার তো বেশি ভালোবাসার অভ্যেস নেই তাইনা
আর আমি এমনি এমনি তোমার জন্য পাগল হয়ে আছি
পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি আমি
নিজের থেকেও রেগে আছি আমি
শুধু তোমার স্মৃতি গুলোই জুড়ে রেখেছে আমাকে
ভেতরে তো পুরোই ভেঙে গেছি
একবার দেখা করতে ক্ষতি কি?
শুধু একবারই তো দেখা করতে চাই
তোমার চোখে নিজের চেহারা দেখতে চাই
শুধু এটুকুই তো করতে চাই
আর কখনো কোনোদিনও তোমার নাম মুখে নেবনা
মন থেকে পুরো মুছে দেব তোমাকে
চলে যাবো দূরে, অনেক দূরে
আর কখনো দেখা দেবনা তোমাকে,
কখনো দেখা দেবনা তোমাকে।
© নিলয় সৌভিক রায়
আমি কেমন আছি?
একটুও মনে পড়েনা?
আমার ভালো লাগেনা এরম ভাবে রোজ রোজ তোমার কথা মনে করতে
তুমি খুশি থাকনা তোমার জীবন নিয়ে শান্তিতে
কিন্তু আমাকে আমার জীবনের স্বাধীনতা দিয়ে
সেই " message seen" করে আমাকে "reply" না দেওয়া
সত্যি অনেক দুঃখ দেয়
আমার খারাপ লাগা উচিতনা
তবুও যখনই তোমাকে অন্য কারোর সাথে দেখি
খারাপতো লাগেই
আমি দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছি
আর এখানে তুমি যে কোনো সারাই দাওনা
আগের মতন ব্যাবহার করোনা
হ্যাঁ অথবা না,
তুমি কোনো উত্তর কেন দাওনা
ফোনে তোমার ছবি দেখে
আমি সময় কাটিয়েদি
তুমি নেই আশেপাশে
তাও আমি পাগলের মতন
তোমার নাম ই ডেকে বেড়াই
ওই গলি দিয়েই সবসময় যাওয়া আসা করি
যেখানে তুমি থাকতে
এই আশায় , যদি কখনো দেখা পায় তোমার
তোমার "number" আমি ফোন থেকে কবে "delete" করে দিয়েছি
কিন্তু মন থেকে মছেইনা
সবাই বোঝায় তোমাকে ছেড়ে জীবনে এগিয়ে যেতে
তোমার সামনে ওদের কথা বেশিক্ষন টিকতেই পারেনা
আমি তোমাকে তোমার সামনে বলতে চাই যে তোমাকে কতটা "miss" করছি
এখন আর থাকতে পারছিনা তোমাকে ছাড়া
তোমাকে বলবো তো কি করে বলবো?
আমার থেকে কোনো ভুল হয়েছিল?
আমি কোনো ভুল কিছু বলেছিলাম?
কিছু তো বলোনা, একসাথে বসে মিটিয়ে নেব ।
এত দূরে যেওনা আমার থেকে
ব্যাথা লাগে অনেক
চলনা ওই সব ভুল গুলোকে ভুলেযাই
আমার সাথে কোনো চমৎকারও তো হয়না
সবাই বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়,
আমার গুলো কেন হয়না?
নতুন কাওকে পেয়েগেছ নাকি?
-ঠিক আছে।
ভালোই হলো আমার মতন না
কারণ তোমার তো বেশি ভালোবাসার অভ্যেস নেই তাইনা
আর আমি এমনি এমনি তোমার জন্য পাগল হয়ে আছি
পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি আমি
নিজের থেকেও রেগে আছি আমি
শুধু তোমার স্মৃতি গুলোই জুড়ে রেখেছে আমাকে
ভেতরে তো পুরোই ভেঙে গেছি
একবার দেখা করতে ক্ষতি কি?
শুধু একবারই তো দেখা করতে চাই
তোমার চোখে নিজের চেহারা দেখতে চাই
শুধু এটুকুই তো করতে চাই
আর কখনো কোনোদিনও তোমার নাম মুখে নেবনা
মন থেকে পুরো মুছে দেব তোমাকে
চলে যাবো দূরে, অনেক দূরে
আর কখনো দেখা দেবনা তোমাকে,
কখনো দেখা দেবনা তোমাকে।
© নিলয় সৌভিক রায়
Comments
Post a Comment